মাদরাসার পরিচিতি
আমাদের এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হইতেছে আলহামদুলিল্লাহ্
যিনি মানব জাতির কল্যাণে নাযিল করেছেন পবিত্র কুরআনুল করীম। আর একমাত্র কুরআন-সুন্নাহ তথা ইসলামিক শিক্ষাই জাতিকে আদর্শ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম। এর মধ্যে রয়েছে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের সফলতা। এবং রসুলুল্লাহ্ স: বলেছেন الدين النصيحة দ্বীন হলো কল্যাণ কামনা। আমরা পরস্পর একে অন্যের কল্যাণ কামনা করব।
২০২১ সালে বেফাক (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর কেন্দ্রীয় পরীক্ষায় অত্র প্রতিস্ঠানের ছাত্র সমগ্র দেশের মধ্যে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে।
অত্র মাদরাসাটি বালক বালক/বালিকা শাখায় ২০২১ সালে সালে ২৫ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কামরাঙ্গীরচর থানা-জেলা সকল হাফেজ ছাত্রের মধ্যে অত্র প্রতিস্ঠানের ছাত্র ১ম স্থান অর্জন করে। শিক্ষার্থীদের উন্নতি কল্পে যাবতীয় ব্যবস্থাপনা গ্রহন করা হয়েছে আল্হামদুলিল্লাহ্ ।
২০২১ সালে কেন্দ্রীয় বোর্ড পরিক্ষায় সর্বমোট ১১ জন A+/মুমতাজ অর্জনসহ শতভাগ পাশ।
২০১৯ সালে হুফফাজুল কুরআন প্রতিযােগিতায় কামরাঙ্গীরচর থানার মধ্যে ১ম স্থানসহ ৭ জন ছাত্রের বিজয়।
২০১৯/২০ সালে সর্বোচ্চ ফলাফল ও পুরস্কার অর্জনের জন্য হুফফাজুল কুরআন ফাউন্ডেশন। কামরাঙ্গীরচর থানা-জেলা কমিটি কর্তৃক অত্র মাদরাসাকে সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পুরস্কার প্রদান।
২০২০ সালে “জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বাের্ড” কেন্দ্রীয় পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র সমগ্র বাংলাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে।
প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন
মহান আল্লাহতায়ালার শ্রেষ্ঠদান পবিত্র কোরআন আর এই কোরআন হিফজ করার মর্যাদাও অনেক অনেক বেশি। হাফেজ হওয়ার কারণে তাকে সব সময় কোরআন চর্চা করতে হয়, এতে সে প্রতি হরফে ১০ নেকি করে পেয়ে থাকে। আয়েশা (রা.) থেকে বর্ণিত
মহান আল্লাহতায়ালার শ্রেষ্ঠদান পবিত্র কোরআন আর এই কোরআন হিফজ করার মর্যাদাও অনেক অনেক বেশি। হাফেজ হওয়ার কারণে তাকে সব সময় কোরআন চর্চা করতে হয়, এতে সে প্রতি হরফে ১০ নেকি করে পেয়ে থাকে। আয়েশা (রা.) থেকে বর্ণিত
মহান আল্লাহতায়ালার শ্রেষ্ঠদান পবিত্র কোরআন আর এই কোরআন হিফজ করার মর্যাদাও অনেক অনেক বেশি। হাফেজ/হাফেজা হওয়ার কারণে তাকে সব সময় কোরআন চর্চা করতে হয়, এতে সে প্রতি হরফে ১০ নেকি করে পেয়ে থাকে। আয়েশা (রা.) থেকে বর্ণিত
প্রাথমিক শিক্ষা আরম্ভের পূর্বে ৬ বছরের কম বয়সের শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থা। ৩ থেকে ৫/৬ বছর বয়সী শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক অবস্থান অনুযায়ী তাদের যত্ন, বেড়ে উঠা এবং শিশু অধিকার নিশ্চিত করা, খেলাধুলা, আনন্দ, অক্ষরজ্ঞান এবং গণনার হাতেখড়ির মাধ্যমে তাদের উন্নয়ন এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সময় এটি।
ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই- اِقْرَاْ- পড়, ইলম অর্জন কর। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই ইলম বিরাজমান। ইলম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়।
মোট শিক্ষক
মোটি শিক্ষিকা
মোট স্টাফ
মোট শিক্ষার্থী ২০২৫-২০২৬ঈ.
মোট বালিকা
মোট বালক
হাদিস সমাপনের পর থেকেই তিনি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় অধ্যাপনা করে আসছেন। ১৯৮৮ খ্রিষ্টাব্দ থেকে ২০০৩ খ্রিষ্টাব্দের মে মাস পর্যন্ত তিনি কওমী মাদরাসা খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। এর পাশাপাশী দাওয়াত ও তাবলীগ এর সাথে থেকে দ্বীনের খেদমত করে আসছেন।
দান ও অর্জনের কারণে বিশেষ সম্মাননা প্রদান করে। প্রতি সপ্তাহের রবিবার তিনি করাচির দারুল উলুম মাদরাসায় তাযকিয়াহ তথা আত্মশুদ্ধি সম্পর্কে বয়ান করেন। বর্তমানে তিনি দারুল উলুম করাচিতে সহীহ বুখারী,ফিকহ এবং ইসলামী অর্থনীতির দরস (কোন বিষয়ে পরামর্শ বা বক্তব্য প্রদান করা) দেন। ১৯৭০ সালে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো আমলে পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বলি ক
সম্পর্কিত আইন প্রণয়নে তিনি অগ্রবর্তী ভূমিকা পালন করেন। ১৯৬৭ সাল থেকে তিনি উর্দু মাসিক পত্রিকা আল-বালাগ এবং ১৯৯০ সাল থেকে ইংরেজি মাসিক পত্রিকা আল-বালাগ ইন্টারন্যাশনালের প্রধান সম্পাদক পদে আছেন।ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কে তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে বহু প্রবন্ধ লিখেছেন। তিনি আরবি,
আমার জন্য এটি অত্যন্ত আনন্দের মুহূর্ত যে, আমি আপনাদের সামনে আলোচনা করার সুযোগ পাচ্ছি। আমার এ আনন্দ আরো বৃদ্ধি পেয়েছে যখন জেনেছি যে, এখানে যারা উপস্থিত আছেন তারা নিজেদের ব্যবসাকে শরীয়তের আদলে গড়ে তোলার চিন্তা ও সংকল্প নিয়ে উপস্থিত হয়েছেন। আজকাল সভা-সম্মেলন তো অনেক হয়। বক্তৃতা-বিবৃতিও হয় প্রচুর। কিন্তু সেই সভা, সম্মেলন, বক্তৃতা ও বয়ান আমাদের বাস্তব জীবনে কোনো বড় পরিবর্তন সাধন করে না। এর এক কারণ, সেগুলো ‘বসলাম, বললাম এবং চলে গেলাম’ এই গতানুগতিকতার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়।
যাত্রাবাড়ী, ঢাকা, বাংলাদেশ